যেসব ভিডিও ভুলেও ইউটিউবে প্রকাশ করা যাবে না...
ডিজিটাল এই যুগে ইউটিউবে চ্যানেল খোলা যেমন সহজ, ঠিক তেমনি সহজ চ্যানেলে কন্টেন্ট আপলোড করা। ইউটিউবে সার্চ করে খুঁজে পাওয়া যায় শিক্ষামূলক থেকে বিনোদন এমন হাজারও ভিডিও। তবে সদ্য যারা ইউটিউব চ্যানেল খুলেছেন বা খোলার পরিকল্পনা করছেন তাদের সতর্ক থাকতে হবে কন্টেন্ট তৈরি কিংবা আপলোডের ক্ষেত্রে।
সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতায় রয়েছে নির্দিষ্ট গাইডলাইন। যাতে মূল দৃষ্টি দেয়া হয়েছে কোন ক্ষতিকর কন্টেন্ট আপলোড করা যাবে না। যেমন ভ্যাক্সিন নিয়ে কোন ভুল তথ্য দেয়া বা অপপ্রচার করা যাবে না। আবার কোন এলাকায় নির্বাচন নিয়ে অপপ্রচার বা ভুল তথ্য দেয়া যাবে না। কাউকে ছোট করে বা উপহাস করে ভিডিও তৈরি করা যাবে না।
গুগল জানিয়েছে এমন দেড় লক্ষের উপর কন্টেন্ট সরিয়ে ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয়া হয়েছে। তাই ইউটিউব কন্টেন্ট আপলোডের ক্ষেত্রে সর্বদা থাকতে হবে সতর্ক।