এসি চালিয়েও বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে
তীব্র গরমের এই অতিষ্ঠ সময়ে সকলেরই হাঁসফাঁস অবস্থা। ফ্যান কিংবা এসি ছাড়া ঘরে টিকে থাকাই যেন অসাধ্য। কিন্তু তীব্র গরম সহ্য করেও অনেকে বিদ্যুৎ বিল বেশি আসার ভয়ে সারাদিন এসি চালানো থেকে বিরত থাকেন। তবে সহজ কিছু টিপস ও ট্রিকসের মাধ্যমে সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল সাধ্যের মধ্যে নিয়ে আসতে পারেন।
এক, ঘুমানোর আগে এসিতে টাইমার সেট করে রাখুন। মোটামুটি টানা ঘন্টা দুয়েক এসি চললেই আপনার পুরো ঘর ঠান্ডা হয়ে যাবে। ফলে সারারাত এসি চালানোর বিদ্যুৎ খরচ আপনার সহজেই বেচে যাচ্ছে। আপনার দুই ঘন্টার এসি চালানোর সুফল আপনি সারারাত নিশ্চিতভাবেই পাবেন।
দুই, এসির তাপমাত্রা ২৪-২৬ সেন্টিগ্রেট এর মধ্যে রাখুন। এছাড়া সারারাত এসি চালানোর প্রয়োজন বোধ করলে এসি স্লিপিং মুডে দিয়ে রাখুন। এতে বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারবেন।
তিন, নিয়মিতভাবে এসির ফিল্টার পরিষ্কার রাখুন। না হলে ফিল্টারে জমে থাকা ময়লা বা ঝুলের কারণে বিদ্যুৎ বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।