রাস্তায় নৌকা, তীব্র যানজট!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে। সড়কপথে হটাৎ করেই দেখা গেল জলযান নৌকা। যার ফলে ব্যস্ত সড়ক পথে তিন ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ ছিল যান চলাচল।
স্থানীয় টহলপুলিশের সুত্রে জানা যায়, ফ্লোরিডার হাইওয়ে পথ ধরে যাচ্ছিল এক পিকআপ। সেই পিকআপটিতে অবস্থান করছিল ৩৮ ফুট দৈর্ঘ্যর একটি গোলাপি রঙের একটি নৌকা। হটাৎ করেই যাওয়ার পথে একটি ওভারপাস সামনে পড়ে। ওভারপাসটি ছিল তুলনামূলকভাবে নিচু। ওভারপাসের ধাক্কায় পিকাপ থেকে নৌকাটি রাস্তায় ছিটকে পড়ে। আড়াআড়ি ভাবে পড়ার কারণেই দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল ঐ সড়কে যান চলাচল। পরে নৌকাটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।