যৌন নেশায় আসক্ত সানিকে কীভাবে বিয়েতে রাজি করিয়েছিলেন ড্যানিয়েল
পর্ণ দুনিয়া ছেড়ে অনেক আগেই বলিউডে নাম লিখিয়েছেন জনপ্রিয় নায়িকা সানি লিওন। অভিনেত্রী হিসেবেও নিজের কাজের দক্ষতার ছাপ ভালোভাবেই রেখেছেন সানি।
সম্প্রতি ৪১ তম বছরে পা দিয়েছেন তিনি। স্বামী ড্যানিয়েল এবং সন্তানদের নিয়ে ব্যক্তিগত জীবনে সুখেই দিন কাটাচ্ছেন সানি লিওন। এদিকে এক সাক্ষাৎকারে সানি জানিয়েছেন ড্যানিয়েল খুব সহজেই সানির ভালোবাসা পেতে সক্ষম হন নি। ড্যানিয়েল বিয়ের প্রস্তাব দিলেও তাতে প্রথমদিকে সাড়া দেন নি সানি। সানি জানান, লাস ভেগাসে এক বান্ধবীর সাথে থাকতেন সানি। সেখানেই এক রেস্টুরেন্টে ড্যানিয়েলের সাথে দেখা হয় সানির৷ ব্যান্ডের শো করতে গিয়ে প্রথম দেখাতেই সানি লিওনের প্রেমে পড়েন ড্যানিয়েল। নিজের মনের কথা ড্যানিয়েল জানালেও সানি সেই ভালোবাসার প্রস্তাবে তখন সাড়া দেন নি। কিন্তু ড্যানিয়েল ছেড়ে দেবার পাত্র নয়। পরবর্তীতে যতবার সানি রেস্টুরেন্টে গিয়েছেন পেয়েছেন ফুলের তোড়া। এবং সানির ব্যক্তিগত ইমেইলে একের পর এক ইমেইল পাঠিয়েছেন ড্যানিয়েল৷ মায়ের মৃত্যুর শোকে আচ্ছন্ন সানি পরে ঠিকই যান ড্যানিয়েলের সাথে ডেটে৷ প্রথম ডেটে পাচ ঘন্টা সময় ব্যায় করেন৷ সানি-ড্যানিয়েল। বিয়ের পরেও সানিকে প্রতি জন্মদিনে এডভেঞ্চার ট্রিপ দেন স্বামী ড্যানিয়েল।