আপনার ই-কমার্স সাইট সাজাবেন প্রোফেশনাল ভাবে! ই-কমার্স সাইট সাজানোর টিপস-পার্ট ৩

ই-কমার্স, ই-কমার্স সাইট সাজানোর নিয়ম, ই-কমার্স সাইট টিউটোরিয়াল

আপনার ই-কমার্স সাইট সাজাবেন প্রোফেশনাল ভাবে! ই-কমার্স সাইট সাজানোর টিপস-পার্ট ৩

আপনার ই-কমার্স সাইট সাজাবেন প্রোফেশনাল ভাবে! ই-কমার্স সাইট সাজানোর টিপস-পার্ট ৩

কনটাক্ট পেজ : আপনার ই-কমার্স প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ এবং অন্যতম আরো একটি পেজ হচ্ছে কনটাক্ট পেজ। তাহলে আপনারা ক্রেতারা পক্ষে আপনার সাথে যোগাযোগ করা কোনভাবেই সম্ভব হবে না। এতে করে তারা আপনার সাথে যোগাযোগ না করে তাদের প্রয়োজনীয় প্রোডাক্ট আপনার প্রতিষ্ঠানে পাওয়া যাবে কিনা তা সম্পর্কে জানতে পারবে না। তাই আপনাকে অবশ্যই আপনাকে আপনার প্রতিষ্ঠানের জন্য একটি সুন্দর এবং আকর্ষণীয় কনটাক্ট পেজ তৈরী করতে হবে। যেখানে আপনার সাথে যুক্ত হওয়ার সকল তথ্য সুন্দর করে দেওয়া থাকবে। এছাড়াও আপনি এখানে আপনার সোশ্যাল প্রোফাইলের লিংক এখানে যুক্ত করে দিবেন।

Earn with File Uploads: Is it really possible? 8 Ways to Earn with File Uploads:Earning from internet

টার্মস এন্ড কন্ডিশন : আপনার প্রতিষ্ঠান থেকে সেবা পেতে হলে কী কী নীতিমালা মানতে হবে তাই মূলত টার্মস এন্ড কন্ডিশন বা নীতিমালা পেজে যেকোনো প্রতিষ্ঠান বর্ণনা করে থাকে। কারণ এগুলো ছাড়া কোনো ক্রেতা পণ্য কিনলে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। একজন ক্রেতা মূলত আপনার প্রতিষ্ঠানের সকল টার্মস এন্ড কন্ডিশনে একমত পোষণ করে আপনার প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করে থাকে। আপনি ভালো টার্মস এন্ড কন্ডিশন লিখতে চাইলে আমাদের অবশ্যই জানান আমরা পরবর্তীতে আপনাদের জন্য একটি ভালো টার্মস এন্ড কন্ডিশন আমরা লিখে দেওয়ার চেষ্টা করব। প্রাইভেসি পলিসি : আপনি আপনার ওয়েবসাইটের সকল ভিজিটর এবং কাস্টোমারদের কোন কোন তথ্য গ্রহণ করেন এবং কী কাজে তার ব্যবহার করেন তার একটি ছোটখাটো বর্ণনা আপনি সেখানে দিয়ে থাকেন। এই পেজটি খুবই নিখুতভাবে সাজান যাতে আপনার প্রতিষ্ঠানের পলিসি সম্পর্কে কোনোপ্রকার সন্দেহ প্রকাশ করার সুযোগ না থাকে। ওয়েবসাইটকে সহজ এবং নিখুত করুন যাতে আপনার ক্রেতা সহজেই তার প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারে। এর পাশাপাশি ব্যাক ও ফ্রন্ট পেজে সহজে ভিজিট করার ব্যাপারটি নিশ্চিত করতে হবে। ওয়েবসাইটে লাইভচ্যাট যুক্ত করতে পারেন যাতে করে আপনার ক্রেতারা প্রয়োজনীয় তথ্য লাইভচ্যাট এ জয়েন করে সেখান থেকে জেনে নিতে পারে সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। আরো আলোচনা পরে হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন। আপনার আশেপাশের পরিবেশকে সুন্দর রাখুন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow