যে গ্রামে বাস করলেই দেয়া হচ্ছে ২৮ লাখ টাকা!
বিশ্বব্যপী সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যপক প্রসারের সুযোগে প্রায়ই অনেক অবাক করা ঘটনা আমাদের চোখের সামনে এসে পড়ে। এর মাঝে কিছু ঘটনা হয়তো আমাদের অবিশ্বাস্য বলেই মনে হয়। তবে গণমাধ্যম সুত্রে দিনশেষে ঘটনাগুলো সত্য বলেই জানা যায়।
আন্তর্জাতিক গণমাধ্যম এর খবর অনুযায়ী ইতালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যালবেরিয়া অঞ্চলে বসবাস করলেই দেয়া হচ্ছে ২৮ লক্ষ টাকা। কিন্ত এই টাকা পেতে হলে আপনাকে পূরণ করতে হবে কিছু শর্ত। যেমন ক্যালবেরিয়া অঞ্চলে গিয়ে আপনাকে দোকান কিংবা রেস্তোরা খুলতে হবে এবং বসবাসের জন্য আবাসস্থল গড়ে তুলতে হবে। তবেই কেবল ইতালি সরকারের থেকে পাওয়া যাবে ৩৩ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশী টাকায় ২৮ লাখ টাকা। টাকাটা এককালীন নয়, দেয়া হবে তিনবছরের দীর্ঘ সময় জুড়ে।
মুলত খুব দ্রুততার সহিত ঐ অঞ্চলের জনসংখ্যা কমে যাচ্ছে। তাই বিদেশ থেকে লোক নিয়ে হলেও সরকার ঐ গ্রামের অবকাঠামো ও সামাজিক উন্নয়ন সচল রাখতে চাচ্ছে।