যে তিনটি অভ্যাস সম্পর্ক নষ্ট করে
 
                                                                                                    সুস্থ দাম্পত্য জীবন বজায় রাখতে সুস্থ মনমানসিকতার বিকল্প নেই। এক্ষেত্রে একজনের আচরণ টক্সিক হলে খুব স্বাভাবিকভাবেই সম্পর্ক আর সুন্দর থাকে না। আবার কিছু অভ্যাস আছে যা আমরা আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে করলেও সম্পর্কের টানাপোড়েনে এসবও অন্তরায় হয়ে দাঁড়ায়। যে তিনটি অভ্যাস সম্পর্ক নষ্ট করে,
১. ভুল-ত্রুটির হিসাব রাখাঃ সঙ্গীর অতীতে করা ভুলগুলো মনে রাখা থেকে বিরত থাকুন। কেননা এটা শুধু আপনার ভবিষ্যত সম্পর্ককে খুব সহজেই বিষাক্ত করে ফেলে। ২. সঙ্গীকে দোষারোপঃ সঙ্গীর খারাপ সময়গুলোতে কখনোই তাকে দোষারোপ করবেন না, বরং তাকে বুঝতে চেষ্টা করুন। সব পরিস্থিতিতে সহানুভূতি আশা করা বোকামি। পরিকল্পনাগুলো একসাথে মিলে করুন। কোন কিছুতে নিজের মতামত চাপিয়ে দেয়ার চেষ্টা করবেন না। ৩. সমস্যা এড়িয়ে যাবেন নাঃ একসাথে চলতে গেলে কখনো ভালো কখনো খারাপ সম্পর্কের সম্মুখীন হতে হয়। শুধু উপহার দিয়ে সম্পর্ক শুদ্ধ করা যায় না, সম্পর্ক বিশুদ্ধ রাখতে একে অপরের সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করুন।What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	