ভূতের জন্য উৎসব পালনে মৃত্যু
 
                                                                                                    ভূতের জন্য উৎসব পালনে মৃত্যু
অক্টোবরের শেষদিন অর্থাৎ ৩১ তারিখে থাকে হ্যালোউইন উৎসব। দক্ষিণ কোরিয়ার মানুষ করোনা বিধিনিষেধের জন্য গত দুই বছর ধরে এই উৎসব ঠিকভাবে পালন করতে পারেনি। এবছর আর কোনোও বিধিনিষেধ নেই। সেজন্য উৎসবে মাততে প্রস্তুত হচ্ছিলেন নাগরিকরা। সিউল নামক সেই শহরে হ্যালোইন(ভূতের উৎসব) উদযাপন এর সময় ভিড়ের চাপে পদদলিত হয়ে মারাও যান ১৪৯ জন ও আহত হন দেড় শতাধিক।
সিউল শহর এর একটি জনপ্রিয় নৈশ বিনোদন এলাকা ইতেওন-এ, হ্যালোইন উদযাপন দর জন্য প্রায় এক লক্ষ লোক সমবেত হয়। কোভিড মহামারীর পর দেশটিতে এবারই প্রথমবার এর মত উন্মুক্ত স্থানে হ্যালোইন উদযাপন হয়েছে, যে কারণে মানুষ এর উচ্ছ্বাস অনেক বেশি ছিল। হ্যালোইন উৎসব উদ্যাপনকারীদের কাছে সিউলের ইথেওন এলাকা খুবই আকর্ষণীয় জায়গা। শনিবার রাতে ওই এলাকায় লাখ খানেক মানুষ সমবেত হয়েছিলেন। পদদলন এর ঘটনার আগে অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পোস্ট দিয়ে সেখানে অতিরিক্ত ভিড় এর কথাও উল্লেখ করেন। জায়গাটি নিরাপদ নেই বলেও উল্লেখ করেন তাদের মধ্যে কেউ কেউ।
সিউলের ফায়ার সার্ভিস এর কর্মকর্তা চোই সুং–বিওম বলেছেন, হ্যালোইন উদ্যাপনের মধ্যে একটি সরু গলিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হলে পদদলনের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহত এর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এখন।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	