ভালো খাবার দিতে না পারায় শাশুড়ির বিরুদ্ধে পুত্রবধূর থানায় অভিযোগ!
বউ শাশুড়ির সম্পর্ক নিয়ে সমাজে নানা রকম কথা প্রচলিত আছে। কখনো সুসম্পর্ক আবার কখনো বিরোধ। তবে এবার যে তথ্য দিব তা সব কিছুকেই ছাপিয়ে গেছে। শুধুমাত্র ভালো খাবার খেতে না পারা ও টিভি দেখার জন্য শাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে তারই পুত্রবধু!
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের এক রাজ্যে। ভারতীয় গণমাধ্যম সুত্রে বিস্তারিত তথ্যে জানা গেছে দীর্ঘদিন ধরেই শাশুড়ি-পুত্রবধুর বৈরি সম্পর্ক বিরাজ করছিল। আর সম্পর্কের টানাপোড়নে দুজনের মাঝে ঝগড়া ছিল নিত্যদিনের ঘটনা। তবে সম্প্রতি এক ঘটনায় দুজনের ঝগড়া বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে এবং ঝগড়ার এক পর্যায়ে পুত্রবধূ থানায় ফোন করে শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করে।
প্রাথমিক অবস্থায় পুরো ঘটনা পুলিশ পরিষ্কার বুঝতে না পারলেও ঘটনাস্থলে গেলে পুত্রবধূ জানায়, তার শাশুড়ি তাকে নষ্ট খাবার দিত এবং সেই খাবার খেয়ে তিনি অসুস্থ হয়েছেন। এছাড়া তিনি আরও অভিযোগ করেন তার শাশুড়ি সারাদিন টিভি দেখেন।
এদিকে পুত্রবধূর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন শাশুড়িও। তিনি জানিয়েছেন তার পুত্রবধূ তাকে রান্নার কাজে সাহায্য করেন না। বরং সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে। পরে পুলিশের মধ্যস্থতায় দুজনেই তাদের অভিযোগ প্রত্যাহার করে নেন।