বিয়েতে আগ্রহ কমছে পুরুষদের! কেন?

বিয়েতে আগ্রহ কমছে পুরুষদের! কেন?
বিয়ের ব্যপারে আজকাল বেশিরভাগ পুরুষই এড়িয়ে যান। এমনকি কোন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও বিয়ের প্রতিশ্রুতিতে অনীহা দেখা গেছে অনেক পুরুষের। গবেষণা বলছে উল্লেখযোগ্যহারে পুরুষ মানুষের বিবাহভীতি বেড়েছে। এর পিছনে নিম্নোক্ত কিছু কারণ অন্যতম হিসেবে দেখা হচ্ছে- স্ত্রীর কর্তৃত্বঃ প্রেমিকা এবং বিবাহিত স্ত্রী এক নয়। অনেক নারী প্রেমের সম্পর্কে সহনশীল থাকলেও বিবাহের পর বেশিরভাগ নারী স্বামীর উপর কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করেন। আর এই বিষয়টিই ভয় পেয়ে থাকেন পুরুষ। আচরণে পরিবর্তন আনার ভয়ঃ গবেষণায় দেখা গেছে বিবাহের পর স্বামী-স্ত্রী উভয়ের দৃষ্টিভঙ্গির পরিবর্তন লক্ষ্য করা যায়৷ পুরুষের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন হলো তারা বিয়ের পর নিজেদের পরিবারের কর্তা ভাবতে শুরু করেন। বিবাহ হলো চুড়ান্ত প্রতিশ্রুতি। অনেক কিছুই ত্যাগ করতে হয়। অবিবাহিত থাকলে সেদিক থেকে কোন চাপ থাকে না৷ তাই বিবাহভীতি বেড়েছে। বিবাহ বিচ্ছেদঃ আধুনিক সমাজে বিবাহ বিচ্ছেদ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় পুরুষের মাঝে একধরনের আতঙ্ক কাজ করে৷ এছাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধুদের বিবাহ বিচ্ছেদ ও পারিবারিক কলহের কারণেও পুরুষের মাঝে বিবাহ ভীতি বেড়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow