বিস্ময়কর ওষুধ: রোগীর শরীর থেকে ক্যানসার উধাও!
মার্কিন গবেষণা প্রতিষ্ঠানে তৈরি এক ঔষধ ক্যান্সারে আক্রান্ত এক রোগীর শরীরে যাওয়ার পর দেখা গেছে ওই রোগী সম্পূর্ণরুপে সুস্থ হয়েছেন। পরীক্ষামূলক কার্যক্রমে এর আগে কোন ঔষধে ক্যান্সার সেরে উঠবার রেকর্ড নেই। ফলে নব্য এই ঘটনা বেশ আলোড়ণ তুলেছে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং সেন্টারের গবেষণায় ডস্টারলিম্যাব নামক ঔষধ ছোট আকারে ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছিল। ছোট আকারের এই গবেষণাতে ফলাফল মিলেছে বিষ্ময়কর।
ক্যান্সার চিকিৎসার ইতিহাসে প্রথমবারের মত এমন সাফল্য মিললো যে ঔষধ গ্রহণকারী প্রতিটি রোগী ক্যান্সারে আক্রান্ত অবস্থা থেকে সম্পূর্ণরুপে ফিরে আসতে সক্ষম হয়েছেন।