ফ্রীতে চ্যাটজিপিটি থেকেও শক্তিশালী টুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

ফ্রীতে নিয়ে নিন চ্যাটজিপিটি থেকেও শক্তিশালী টুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

ফ্রীতে চ্যাটজিপিটি থেকেও শক্তিশালী টুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

ফ্রীতে নিয়ে নিন চ্যাটজিপিটি থেকেও শক্তিশালী টুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

২০২৪ সালের এই সময়ে এসে চ্যাট জিপিটি এর নাম শুনিনি অথবা ইউজ করিনি এমন মানুষ হয়ত পাওয়া যাবেনা, অনেকে আবার গুগল এর জেমিনি ইউজ করেন ।

আর যারা ডেভেলপার আছেন তাদের তো প্রতিদিনের সাথী এই চ্যাটজিপিটি। কিন্তু চ্যাট জিপিটির ফ্রী ভার্সনটিতে কিছু সমস্যা আছে।

  • এটা রিয়েল টাইম ডাটা দিতে পারে না
  • বড় কোন লজিক বিল্ডিংকরতে পারে না
  • অনেক সময় context বুঝতে পারেনা। আরও অনেক সমস্যা।

তো আজকে আমরা কথা বলবো এই আর্টিকেল এ কয়েক মাস আগে রিলিজ হওয়া Claude Ai নিয়ে, বিশেষ করে ডেভেলপারদের অনেক হেল্প করবে। এটির model হচ্ছে Claude 3.5 Sonnet অর্থাৎ লেটেস্ট মডেল। 

এটির কিছু বৈশিষ্ট্য নিচে দেওয়া হলঃ

  • স্পীড: এটি অন্যান্য Ai এর তুলনায় অনেক ফাস্ট রেস্পন্স দেয়, আর এটি কঠিন বা বড় কোন কাজ এর জন্য সেরা অপশন, এটা সহজেই আপনার কন্টেক্সট বুঝে ফেলবে।
  • লজিক: যারা প্রোগ্রামিং করছেন তারা জানেন লজিক বিল্ড করা অনেক কঠিন। এই ai কঠিন আর বড় বড় লজিক সহজ ভাষায় বুঝিয়ে দেয়।
  • লাইভ প্রিভিউ: আপনি কোন কিছু বিল্ড করতে বললে আপনাকে প্রিভিউ সহ কোড দিয়ে দিবে।
  • ন্যাচারাল রেস্পন্স: এটার conversational style অন্যান্য এ আই থেকে আরও হিউম্যান ফ্রেন্ডলি, যেমন অন্যান্য এ আই দিয়ে কিছু generate করলে বঝা যায় যে এটা বট দিয়ে generate করা, কিন্তু এটা ভিন্ন।

তো এবার আসি কিভাবে এই টুল ইউজ করবেন

  1. সর্ব প্রথম এই আপনার ব্রাউজারে caude ai লিখে সার্চ করুন, অথবা এই লিঙ্কে ক্লিক করুন https://claude.ai
  2. তারপর লগিন পেজ এ নিয়ে আসবে, আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগিন করে নিন।
  3. এরপর আপনার কাঙ্খিত prompt লিখুন, যেমন: html css javascript দিয়ে একটি calculator ক্রিয়েট করতে, generate হতে হতে আপনি ডানপাশে লাইভ প্রিভিউ দেখতে পাবেন।

এভাবেই এই ফ্রি ভার্শনের সাহায্যে চ্যাটজিপিটির আসল কাজ গুলো করে নিতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow