আনলিমিটেড হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলুন খুব সহজেই মোবাইল ফোন দিয়ে
আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো ওয়েব Login Textnow কিভাবে খুলবেন। আর এটা দিয়ে Whatsapp ও হবে আনলিমিটেড। সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিবো আজ।
চলুন শুরু করা যাকঃ
প্রথমত আপনাদের বেসিক কিছু সেটিংস করতে হবে। যেমন:
ফোনের সেটিংস থেকে এখান থেকে Region কে United States করে দিতে হবে। আবার Time ও United States New York করে দিতে হবে। ফোনে ফ্লাইট মোড অন করবেন। এবং অবশ্যই Wifi দিয়ে করতে হবে।
এখন আপনাদের আইপি প্রয়োজন হবে। আইপি আপনারা কিনেও নিতে পারবেন আবার ফ্রিতেও নিতে পারবেন। আইপি কেনার জন্য আপনারা বিভিন্ন ওয়েবইট ইউজ করতে পারেন। আমি Dichvusocks ইউজ করতেছি। আর ফ্রি আইপি নেয়ার জন্য একটি অ্যাপ আছে Play store এ Socks pRoxy লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। এরপর আইপি নেয়ার পর আপনাদের Super Proxy অ্যাপ এ আইপি কানেক্ট করতে হবে। আইপি কানেক্ট হবার আপনাদের একটি ব্রাউজার লাগবে duckduckgo
এরপর Textnow Wireless লিখে সার্চ করবেন এবং এটাকে Desktop ভার্সন করে দিবেন। এরপর wireless এর যেই লিংকটা আছে সেটায় ক্লিক করবেন। এখন এই পেইজে Get Sim খুঁজে বের করুন আর সেটায় ক্লিক করবেন।
নতুন একটি পেইজ বের হবে সেখানে আপনাদের Email, Full Name, Street, city, State, Zip Code, Number ইত্যাদি দিতে হবে। ইমেইলের জায়গায় আপনারা যেকোন একটা মেইল দিবেন Temp মেইল হলেও হবে। এই জন্যে চাইলে ফেক এড্রেস জেনারেটর ইউজ করতে পারেন। এমনকি নাম্বার এর জায়গায় যেকোনো নাম্বার দিলেই হয়ে যাবে। Fakexy থেকে আপনারা নাম্বারও পেয়ে যাবেন।
নিচের কার্ড এড্রেস ইউজ করতে পারেন:
What's Your Reaction?