ক্রিয়েট ও কানেক্ট করার নতুন উপায় ‘টিকটক নাউ’

টিকটকে বিনোদন ও অন্য বন্ধুদের সাথে সংযুক্ত হওয়ার জন্য ‘টিকটক নাউ’। কাছের মানুষদের সাথে প্রিয় সব মুহূর্ত টিকটকে এখন শেয়ার করা যাচ্ছে প্রতিদিনের ছবি ও ভিডিও'র মাধ্যমে।

ক্রিয়েট ও কানেক্ট করার নতুন উপায় ‘টিকটক নাউ’

টিকটকে বিনোদন ও অন্য বন্ধুদের সাথে সংযুক্ত হওয়ার জন্য ‘টিকটক নাউ’। কাছের মানুষদের সাথে প্রিয় সব মুহূর্ত টিকটকে এখন শেয়ার করা যাচ্ছে প্রতিদিনের ছবি ও ভিডিও'র মাধ্যমে। তবে  ‘টিকটক নাউ' র মাধ্যমে এখন প্রকৃত সৃজনশীলরা নিজের প্রতিভা কাজে লাগিয়ে নিজস্ব কমিউনিটির সাথে যুক্ত থাকতে পারবেন।  

সোশ্যাল মিডিয়ায় আপনার সম্পর্কগুলো আরও বেশি মধুর করতে এবং আরও বেশি বন্ধুদের সাথে মজা ও মাস্তিতে মেতে উঠতে এখন ‘টিকটক নাউ’ ব্যবহারকারীরা আপনার স্মার্টফোনের সামনের ও পিছনের ক্যামেরা দিয়ে একই সাথে সব ধরণের কার্যকলাপ ভিডিও করতে পারবেন। ব্যবহারকারীরা একটি দশ সেকেন্ডের ভিডিও বা একটি স্ট্যাটিক ফটো ক্যাপচার করার জন্য একটি দৈনিক প্রম্পট পাবেন, যাতে তারা যা করছেন তা দ্রত ও সহজেই শেয়ার করতে পারবেন। 

প্ল্যাটফর্মটি বর্তমানে কিছু দেশে পরীক্ষামূলকভাবে ‘টিকটক নাউ’ এর কার্যক্রম শুরু করেছে। আশা করা যাচ্ছে আপনার বর্তমান টিকটক অ্যাপ কিংবা নতুন করেও প্লে স্টোরে হয়তো খুব শীঘ্রই ডাউনলোড করা যাবে ‘টিকটক নাউ’। নতুন এই মাধ্যমটি ডিজাইন করা হয়েছে কমিউনিটি সেইফটি ও প্রাইভেসীর কথা মাথায় রেখেই। এখানে ক্রিয়েটররা সেটিংসে গিয়ে নিজেই সিদ্ধান্ত নিতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন তাদের কন্টেন্ট কারা দেখতে পারবেন ও যুক্ত হতে পারবেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow