ঘরে বসেই চুল স্ট্রেট করবেন কিভাবে? জানুন...

ঘরে বসেই চুল স্ট্রেট করবেন কিভাবে? জানুন...
কোকড়ানো কিংবা ওয়েভি চুলের পরিবর্তে অনেকেই আছেন যারা স্ট্রেট চুল পছন্দ করেন। বর্তমান ফ্যাশন ট্রেন্ড হিসেবেও স্ট্রেট চুলের রয়েছে বাড়তি কদর। কেউ কেউ মোটা অঙ্কের টাকার বিনিময়ে পার্লারে গিয়ে চুল স্ট্রেট করলেও ক্যামিকেল ট্রিটমেন্টের কারণে অনেককেই এসবে অনাগ্রহী হতে দেখা যায়। তাছাড়া ক্যামিকেল জাতীয় পণ্য চুলের জন্য ক্ষতিকর, তাই এসব এড়িয়ে চলাই ভালো। ঘরোয়াভাবে চুল স্ট্রট করতে যা করবেন.. পাকা কলা ও মধুঃ একটি পাকা কলা পাত্রে চটকে তাতে এক চামচ মধুর মিশ্রণ করুন। এরপর এই মিশ্রণটি চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত লাগিয়ে নিন। আধা ঘন্টা পর ধুয়ে ফেলুন। অলিভওয়েল ও ডিমঃ দুইটি ডিমের সাথে পরিমাণমত অলিভওয়েল মিশ্রিত করে নিন। এই মিশ্রণ চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত লাগিয়ে নিন। ২০ মিনিট থেকে আধা ঘন্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। এরপর চুলে কন্ডিশনার লাগাতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow