নিজের স্থির ছবিকে ভিডিওতে রূপান্তর করুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্যে!

নিজের স্থির ছবিকে ভিডিওতে রূপান্তর করুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্যে!

নিজের স্থির ছবিকে ভিডিওতে রূপান্তর করুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্যে!

বর্তমানে কৃতিম বুদ্ধিমত্তা নিয়ে সারাবিশ্বেই ব্যপক তোলপাড় চলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI মানুষ এর জীবনকে আরও সহজ করে তুলছে নাকি চাকরি হারাবে মানুষ এই নিয়ে চলছে তর্কও। সময় এর সাথে সাথে ঘটছে এর ব্যাপক উন্নতি।সহজ ভাষায় বলতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মানুষ এর বুদ্ধি বা জ্ঞান মেশিনে যুক্ত করা বা করার প্রচেষ্টা। অর্থাৎ আমরা মানুষ যেভাবে চিন্তা-ভাবনা করি সেই একই চিন্তা-ভাবনা কিভাবে মেশিনকে দেয়া যায় সেটিই হচ্ছে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা। এ প্রক্রিয়ায় মেশিন কিছুটা হলেও মানুষ এর মতো চিন্তা/বিচার করতে পারে।

আজকে আমি দেখাবো কিভাবে নিজেই AI Animated Avatar ভিডিও বানাবেন। ভিডিওটি সম্পূর্ণ AI দিয়ে তৈরি করে দেখাবো আর ভিডিও তে ব্যবহার করা অডিও স্ক্রিপ্টটিকেও একটি AI বেসড সাইট থেকে জেনারেট করবো। অডিও হবে একদম ন্যাচারাল বা একদম রিয়েল ভয়েস। ভিডিও’তে আমরা একটি ইমেজ ব্যবহার করবো যেটা এনিমেট হবে এবং আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলতে পারবে। এখানে আপনি চাইলে নিজের ইমেজও ব্যবহার করতে পারবেন। লিংক: Elevenlabs

Ellevenlab – হচ্ছে AI এবং Deep Learning টেকনোলজির উপর ভিত্তি করে তৈরী একটি Text-to-speech ওয়েব প্লাটফর্ম। এই ওয়েবসাইট এর মাধ্যমে আপনারা লেখাকে ভয়েসে রূপান্তর করতে পারবেন খুব সহজেই। সাইট থেকে জেনারেট করা ভয়েস হবে একদম প্রাকৃতিক। অর্থাৎ মনেই হবে না এটা AI – এর দ্বারা তৈরি করা। তারা ফ্রী’তে সার্ভিস দেয় না, অবশ্যই প্রফেশনালি ব্যবহার করতে গেলে আপনাকে পে করতে হবে। তবে ট্রায়াল হিসেবে তারা প্রতি মাসে 10.000 ওয়ার্ডস/ক্যারেক্টারস পর্যন্ত ভয়েস জেনারেট করতে দিবে।

ওয়েবসাইটে প্রবেশ করার পর হেডিং এ থাকা Sign Up – বাটনে ক্লিক দিয়ে আপনার একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিবেন। এরপর সেখান থেকে আমাদের একটি ইমেজ যুক্ত করতে হবে অথবা আপনি চাইলে ডিফল্টভাবে যে ইমেজগুলো আছে সেখান থেকেও একটা সিলেক্ট করে নিতে পারেন। ইমেজ যোগ করতে চাইলে Add+ – আইকনে ক্লিক করে ফাইল ম্যানেজার থেকে ইমেজ অ্যাড করে নিন। ডানপাশে দেখুন অডিও ফাইল আপলোড করার অপশন আছে! ঐখানে ক্লিক করে পূর্বে তৈরি করা অডিওটি আপলোড করে দিবেন অথবা আপনারা চাইলে অডিও এড না করে এখানেও স্ক্রিপ্ট লিখে নিতে পারেন। আপনার লেখা স্ক্রিপ্ট ভিডিও এর সাথে অডিও হিসেবে যুক্ত হয়ে যাবে। তারপর আপনি চাইলেই আপনার ভিডিয়টির একটা নাম দিতে পারেন।

তাছাড়া ডিফল্টভাবে অনেক প্রেজেন্টার আছে যেগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন। সবকিছু ঠিকঠাক ভাবে আপলোড করা হয়ে গেলে Generate Video – তে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

অল্প কিছুক্ষণ এর মধ্যে আপনার ভিডিওটি জেনারেট হয়ে যাবে। তারপর চাইলে ভিডিওটি প্লে অথবা ডাউনলোড করতে পারবেন। 

আর আপনি চাইলে D-ID (https://studio.d-id.com/) ওয়েসাইটের মাধ্যমেও ভিডিও জেনারেট করতে পারবেন তবে সেখানে করলে তাদের Watermarks – থাকবে কারণ আমরা এটা ফ্রী’তে জেনারেট করে নিয়েছি। সাইটে অ্যাকাউন্ট খুললে তারা কিছু ক্রেডিট দিয়ে থাকে। একটি ভিডিও জেনারেট করার সাথে সাথেই কিছু ক্রেডিটস কেটে নেয়া হবে। সব ক্রেডিট শেষ হয়ে গেলে তখন আপনি আর ভিডিও জেনারেট করতে পারবেন না। তখন আপনাকে তাদের প্রিমিয়াম প্যাকেজ কিনতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow