দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে চাঁদের জমি!

দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে চাঁদের জমি!
পৃথিবী ব্যপী বিভিন্ন দেশে জমি বিক্রি হলেও এতো কম দামে জমি বিক্রি হবে তাও আবার চাঁদের দেশে। সেটা হয়তো আমাদের কল্পনাতীত। তবে ঘটনা কিন্তু সত্যি। চাঁদের জমি বিক্রি করেছেন মার্কিন নাগরিক ডেনিস হোপ। প্রতি একর জমির দাম মার্কিন মুদ্রায় ২৫ ডলার যা বাংলাদেশী টাকায় দাঁড়ায় প্রায় দুই হাজার টাকা। চাঁদের  জমির মালিকানা জমির দলিল এমন কি রয়েছে মৌর্জা-পর্চা, আইনি নথিও। তবে চাঁদে সস্তায় জমি কেউ  কিনলেও তা দেখার কোন সুযোগ নেই। তাই বিশ্বাস করাতে টাকা দিলে দলিলের সাথে একটি করে চাঁদের মানচিত্রও দেন ডেনিস হোপ। এতে ক্রেতাদের বুঝতে সুবিধা হয়  ঠিক কোন জায়গায় তারা জমি কিনেছেন। হয়তো ভাবছেন এইভাবে জমি কে কিনবে? তবে অবাক করা বিষয় হলো এই পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ৬০ লক্ষ বেশি মানুষের কাছে চাঁদের জমি বিক্রি  করেছেন হোপ। এই পর্যন্ত হোপ জমি বিক্রি করেছেন ৬১.১ কোটি  একর জমি। তার দাবি, চাঁদে জমির চাহিদা একেবারেই কম নয়। এমনকি অনেকে রয়েছেন কেউ কেউ বারবার ফিরে আসছেন তার থেকে জমি নিতে। ৬৭৫ জন নামি মার্কিন তারকা হোপে র থেকে জমি কিনেছেন বলে জানান হোপ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow