খরগোশদের রাজকীয় বিয়ে!
https://duronta.com/খরগোশদের-রাজকীয়-বিয়ে/ খরগোশদের রাজকীয় বিয়ে!
 
                                                                                                    খরগোশদের রাজকীয় বিয়ে!
ছবিতে যে দেখছেন, ইংল্যান্ডের এই খরগোস দুইটির নাম রবার্তো ও অ্যামির। রবার্তো পাত্র আর পাত্রী অ্যামি। এদের একটির উচ্চতা ৩ ফুট, অপরটি ৩ ফুট ৬ ইঞ্চি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, খরগোশ দুটিকে সাজানো হয়েছে বর-কনের মতো করে। অ্যামির পরনে বিয়ের সাদা গাউন আদ রবার্তোর সাদা কোট। খোলা মাঠে পাদরির সামনে নেয়া হলো তাদেরকে। পাদরি বিবাহবন্ধনের মন্ত্র উচ্চারণ করলেন। ঠিক যেমনটা হয়ে থাকে কোনো যুগলের বিয়েতে। সে অর্থে অবশ্য অ্যামি এবং রবার্তো যুগলই। অত:পর তারা একে অপরের জীবনসঙ্গী হলো। কিন্তু এই বিবাহের এ শপথে তাদের মন কোথায়? তারা তখন ব্যস্ত তাদের প্রিয় খাবার খেতে। তাদের বিয়ে উপলক্ষে প্রচুর গাজরও আনা হয়েছিল। একটা কেক তৈরি করা হয়েছিল গাজর দিয়ে। অতিথিরা সেই কেক ভাগ করে খান, ছোটে শ্যাম্পেনের ফোয়ারাও ছিলো। এমন মহাধূমধামে বিয়ে নিজেরা সেভাবে না বুঝলেও তাদের হাবভাবে স্পষ্টতই তারা বেশ মজা পেয়েছে!
 
কিন্তু এই বিবাহের এ শপথে তাদের মন কোথায়? তারা তখন ব্যস্ত তাদের প্রিয় খাবার খেতে। তাদের বিয়ে উপলক্ষে প্রচুর গাজরও আনা হয়েছিল। একটা কেক তৈরি করা হয়েছিল গাজর দিয়ে। অতিথিরা সেই কেক ভাগ করে খান, ছোটে শ্যাম্পেনের ফোয়ারাও ছিলো। এমন মহাধূমধামে বিয়ে নিজেরা সেভাবে না বুঝলেও তাদের হাবভাবে স্পষ্টতই তারা বেশ মজা পেয়েছে!                            
                                                    What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	