চায়ের সঙ্গে ধূমপানে হতে পারে কঠিন যে রোগ
সকালে ঘুম থেকে উঠে অনেকেরই গরম চা পান করা দীর্ঘদিনের অভ্যাস। আবার কারও অফিসে কাজের ফাকে চা না হলে যেন চলেই না। সব মিলিয়ে বেশ কয়েকবার চা কফি পান করে থাকেন অনেকেই।
তবে ধূমপায়ী ব্যক্তিদের দেখা যায় গরম চা এর সাথে ধুমপান করতে৷ ধুমপান ক্যান্সারের কারণ তা হয়তো কম-বেশি সবারই জানা। ধুমপানের সঙ্গে গরম চায়ের যুগলবন্দি স্বাস্থ্যঝুকি দিগুন বাড়িয়ে দেয় বলে জানিয়েছে সাম্প্রতিক এক গবেষণা৷ অ্যানালস অব ইইন্টারনাল মেডিসিনের এই গবেষণায় আরও বলা হয়, গত নয় বছর ধরে ৪ লাখেরও বেশি মানুষের উপর চালানো হয় এই গবেষণা। গরম চা ভারী এলকোহল সেবনের সঙ্গে মিলিত হয়ে খাদ্যনালির ক্যান্সারের ঝুঁকি পাচগুন বাড়িয়ে দিতে পারে।