গুরুত্বপূর্ণ মেইল হারিয়ে যাচ্ছে? জানুন সমাধান
বিজ্ঞাপন কিংবা অবাঞ্চিত কিছু মেইলের জন্য মাঝে মাঝে হারিয়ে যায় গুরুত্বপূর্ণ সব ইমেইল। যা আমাদের ইনবক্সকে অনেক বেশি অগোছালো করে তোলে। এই বিশৃঙ্খলা থেকে পরিত্রাণ পেতে জি মেইলের রয়েছে স্টার ফিচার।
জিমেইলের এই স্টার ফিচারের মাধ্যমে আপনি চাইলেই আপনার গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ইমেইল আলাদা করে রাখতে পারবেন এবং পরবর্তীতে খুব সহজেই মার্ক করা স্টার ফিচারের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ ইমেইল খুঁজে পেতে পারবেন। এর জন্য যা করণীয়-
প্রথমেই আপনার জিমেইল একাউন্টে লগ ইন করে যে ইমেইল টি হাইলাইট করতে চান, সেই ইমেইল যে ফোল্ডারে আছে সেটি ওপেন করুন।
তালিকায় প্রত্যেক প্রত্যেক ইমেইলের বাম পাশে একটি তারা চিহ্ন দেখতে পাবেন, যা ক্লিক করলেই হলুদ রঙের স্টার দেখতে পাবেন। যা starred ফোল্ডারে সেইভ হয়ে থাকবে।