নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম আনছেন ইলন মাস্ক!
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুককে টেক্কা দিতে নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর ঘোষণা দিয়েছেন স্পেস এক্স এর কর্ণধার ও মার্কিন ধনকুবের এলন মাস্ক। গত রবিবার এক টুইট বার্তায় ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে হুমকি দিয়ে এ ঘোষণা দেন এলন মাস্ক।
টেসলার কর্ণধার এলন বলেন, তার নতুন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা অগ্রাধিকার পাবে৷ আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করছি।
এখন দেখার বিষয় এলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এসে পড়লে তা কতটা হুমকির মুখে ঠেলে দিবে ফেইসবুক কিংবা টুইটারের মত প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যমকে।
উল্লেখ্য এলন মাস্ক বিশ্বের সেরা ধনী হিসেবে বিবেচিত বর্তমানে। ২০২৪ সালের মধ্যে তার সর্বমোট সম্পত্তির পরিমাণ দাঁড়াবে এক ট্রিলিয়ন ডলারের সমপরিমাণ।