মোবাইল নেটওয়ার্ক পেতে নাগরদোলায় উঠে ভাইরাল মন্ত্রী!
শহরের বাইরে প্রত্যন্ত গ্রামে মোবাইলে নেটওয়ার্ক খুঁজে পাওয়া যে কতোটা দুরহ যারা এই বিড়ম্বনায় পড়েছেন তারাই ভালো বলতে পারবেন। সম্প্রতি এমনই এক সমস্যায় পড়েছেন ভারতের মধ্য প্রদেশের মন্ত্রী বজেন্দ্র সিং।
মধ্য প্রদেশের আমোখা নামক এক গ্রামে 'ভগবত কথা' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী। শুনেন গ্রামের মানুষের দুঃখ-কষ্ট এবং নানা রকম দুর্দশার কথা। সমস্যার সমাধানে তৎক্ষণাৎ মন্ত্রী মোবাইল বের করেন সংশ্লিষ্টদের কল করার উদ্দেশ্যে। কিন্তু সমস্যা তৈরি হয় ওখানেই। কল করার মত নেটওয়ার্ক মন্ত্রীর মোবাইলে ছিল না। ফলে সমস্যার সমাধানে মন্ত্রী দারস্থ হন নাগরদোলার। অর্থাৎ অনুষ্ঠানের সাথেই আয়োজিত মেলায় মোবাইলের নেটওয়ার্ক পেতে নাগরদোলায় চড়ে বসেন মন্ত্রী। ৫০ ফিট উঁচুতে উঠে মোবাইলে দরকারি কথাবার্তা শেষ করেন মন্ত্রী বজেন্দ্র সিং। যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই বলেছেন ভারতের মত উন্নত দেশে এই ধরণের পরিস্থিতি নিতান্তই হাস্যকর।