এক ফোনে পাঁচ ফেসবুক অ্যাকাউন্ট লগইন রাখার উপায়
একসাথে পাচঁটি ফেইসবুক একাউন্ট লগ ইন রাখতে পারবেন আপনার একটিমাত্র স্মার্টফোনে। আগে একটি স্মার্টফোন থেকে একটি মাত্র ফেসবুক একাউন্ট লগ ইন করা গেলেও এখন একই সাথে সর্বোচ্চ পাচঁটি ফেইসবুক একাউন্ট চালু রাখতে পারবেন।
ফেইসবুক এর মাদার কোম্পানি মেটার পক্ষ থেকে জানানো হয়েছে অনেক ফেইসবুক ব্যবহারকারীর একাধিক ফেইসবুক একাউন্ট রয়েছে। ফলশ্রুতিতে তাদের একাউন্টগুলোতে লগ ইন করতে সমস্যা হয়। তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একটা প্রোফাইলের সঙ্গে আরেকটা প্রোফাইলের লিঙ্ক করলেও প্রোফাইলের ভিতরে কোন পরিবর্তন হবে না। ফেইসবুক কর্তৃপক্ষ নিজেও কোন রকম পরিবর্তন করবে না। সুত্র বলছে আসন্ন আগস্ট থেকেই এই সুবিধা ভোগ করতে পারবে ব্যবহারকারীরা।