এক পাতাতেই সারবে পেটের সব রকম রোগ!
আয়ুর্বেদ শাস্ত্রে বেশ জনপ্রিয় হচ্ছে থানকুনি পাতা। এই পাতার উপকারিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তারপরও আপনাদের সুবিদার্থে এবং মনে করিয়ে দিতে চলুন জেনে নেয়া যাক থানকুনি পাতা খেলে সারবে যেসব রোগ,
এক, মস্তিষ্কের বিকাশে দারুণ কার্যকর থানকুনি পাতা। এতে থাকে অ্যান্টি অক্সিজেন এবং ফলিক অ্যাসিড। থানকুনি পাতা সেবনে অ্যালঝাইমার বা ডিমনেশিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।
দুই, পেটের সমস্যা কমাবে থানকুনি পাতা। যেকোনো পেটের সমস্যার সমাধান এবং খাবার হজমে থানকুনি পাতা বেশ কার্যকর ভূমিকা রাখে।
অনিদ্রা সমস্যা দূর করতে সাহায্য করে থানকুনি পাতা। এর অ্যান্টি অক্সিজেন এবং অ্যান্টি ইনফ্লেমেটরি মানসিক চাপ কমায় এবং স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। ফলে সহজেই অনিদ্রা সমস্যা দূর হয়।