নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে আইফোনে!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            যদি বড় কোন সমস্যা না হয়, তাহলে আগামী ১৪ সেপ্টেম্বরই আসতে চলেছে অ্যাপল কোম্পানির নতুন মোবাইল মডেল আইফোন-১৩। তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে এই নতুন ফোনে।
এই গুঞ্জনের সত্যতা জানতে অ্যাপলের বিশেষজ্ঞ মিং চি কুও আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমকে জানান, কোয়ালকম কাস্টমাইজড এক্স৬০ বেসব্যান্ড সম্বলিত লো আর্থ অরবিটের সাটেলাইট আনতে চলেছে অ্যাপল। পরিষেবা দেয়া হবে গ্লোবালস্টারের উপগ্রহ ব্যবহার করে। আর সেটা হলে এটাই হতে চলেছে বিশ্বের প্রথম স্মার্টফোন, যেখানে স্যাটেলাইট কলের সুবিধা পাওয়া যাবে।
উল্লেখ্য জানা গেছে অ্যাপল ছাড়াও একাধিক টেক জায়ান্ট এমন ফিচার তাদের ফোনে আনতে কাজ করে  চলেছে।
অপরদিকে নতুন আইফোন ১৩র থাকতে পারে চারটি মডেল।