এখানে গিয়ে বাস করলেই মিলবে লাখ লাখ টাকা!
যেকোনো দেশে বাসবাস করতে হলে বাসিন্দাদের সরকারকে তার উপার্জনের ভিত্তিতে ট্যাক্স দিতে হয়। তবে যাদের অবস্থা খারাপ সেসব বাসিন্দাদের সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় ভাতা দেয়া হলেও তা যৎসামান্য।
 
                                                                                                    যেকোনো দেশে বাসবাস করতে হলে বাসিন্দাদের সরকারকে তার উপার্জনের ভিত্তিতে ট্যাক্স দিতে হয়। তবে যাদের অবস্থা খারাপ সেসব বাসিন্দাদের সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় ভাতা দেয়া হলেও তা যৎসামান্য। তবে এবার এমন স্থানের সন্ধান মিলেছে যেখানে গিয়ে বসবাস শুরু করলেই মিলবে সরকারের পক্ষ থেকে বিশাল অঙ্কের অর্থ।তার থেকেও আশ্চর্য্যের খবর হচ্ছে এমন স্থানের সংখ্যা একটি নয়, তিনটি। স্থানগুলো হচ্ছে, সুইজারল্যান্ডের অ্যালবিনে, ইতালির প্রেসি-অ্যাকোয়ারটিকা এবং গ্রিসের অ্যান্টিকায়থেরা।
জানা যায়, সুইজারল্যান্ডের ছোট্ট গ্রাম অ্যালবিন। সবুজ উপত্যকায় ঘেরা এ গ্রামটি পাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তবে গ্রামটির জনসংখ্যা মাত্র ২৫০ জন। তাই গ্রামের অস্তিত্ব টিকিয়ে রাখতে যারা সেখানে বসতি স্থাপন করে বসবাস করবে তারা সরকারের পক্ষ থেকে পাবে ৬০ হাজার ডলার, বাংলাদেশী টাকায় যা সাড়ে ৬২ লাখ টাকা।
ইতালির প্রেসি ও অ্যাকোয়ারটিকা নামক দুই শহর এক হয়ে বর্তমানে স্যালেন্টো নামে পরিচিত। এখানেও জনসংখ্যা অনেক কম হওয়ায় সরকার নতুন উদ্যােক্তা বা ব্যবসায়ীদের এখানে বসবাস শুরু করলে ৩০ হাজার ডলার (বাংলাদেশী টাকায় ৩১ লাখ টাকা সমমান) দেবে।
এছাড়া গ্রিসের অ্যান্টিকায়থেরা শহরটিও প্রাকৃতিক নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর। এই স্থানে সবমিলিয়ে ৫০ জন মানুষের বসবাস। শহরের অস্তিত্ব টিকিয়ে রাখতে সরকার বিশেষ ভাতার ব্যবস্থা করেছে। প্রথম তিন বছরের প্রতি বছর নতুন সেই বসবাসকারী পাবে ৬০০ ডলার।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	