ইনস্টাগ্রাম রিলসে ভিউ বাড়ানোর উপায়
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের রিলসে ফিচারটি বর্তমান সময়ে বেশ জনপ্রিয়। মূলত টিকটিককে টেক্কা দিতেই  ২০২০ এই রিলসে ফিচারটি বাজারে এনেছিল ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। অনেকেই এই রিলসে ফিচার থেকে আয় করে সাবলম্বী হয়েছেন৷
প্রথমাবস্থায় এই রিলসে ভিডিও'র সময়কাল ১৫ সেকেন্ড থাকলেও এখন তা বাড়িয়ে ৯০ সেকেন্ড করা হয়েছে।
রিলসে ভিডিও'র ভিউ বাড়ানোর কিছু কৌশল আজ আপনাদের সাথে শেয়ার করছি -
১. সমসাময়িক এবং জনপ্রিয় অডিও ট্র্যাকগুলো ব্যবহার করুন।
২. ইনস্টাগ্রামে রিলসে ভিডিওর জন্য ভালো কন্টেন্ট তৈরি করুন। ইউনিক কিছু ভাবার চেষ্টা করুন, যা অন্যদের আকৃষ্ট করবে।
৩. ভালো কন্টেন্টের পাশাপাশি যথাযথ হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। কন্টেন্ট এর সাথে মিলে এমন হ্যাশট্যাগ সিলেক্ট করুন।