স্মার্টফোন গরম হলে যা করবেন...
দীর্ঘক্ষণ একটানা ব্যবহারের ফলে অনেকেই স্মার্টফোন গরম হয়ে যাওয়া নিয়ে সমস্যায় পড়েন। বিশেষজ্ঞদের মতে অনেক কারণেই স্মার্টফোন গরম হতে পারে। যেমন, প্রসেসর বেশি ব্যস্ত থাকা, ফোনের ব্যাটারি দুর্বল হয়ে যাওয়া কিংবা আবহাওয়াজনিত কারণে আশেপাশের তাপমাত্রা উত্তপ্ত হওয়াত কারণেও আপনার স্মার্টফোন গরম হতে পারে। স্মার্টফোন গরম হলে করণীয়ঃ
এক, একসাথে অনেকগুলো অ্যাপ খোলা থেকে বিরত থাকুন। অনেক অ্যাপ খুলে রাখার কারণে প্রসেসর দ্রুত গরম হয়। তাই প্রয়োজন ছাড়া অ্যাপ খুলে রাখা থেকে বিরত থাকুন।
দুই, বিছানা বা সোফার মত নরম স্থানে ফোন চার্জ দিবেন না৷ কেননা এগুলো তাপ শোষণ করে। সেক্ষেত্রে টেবিলের মত শক্ত স্থানে ফোন চার্জ দিন।
তিন, স্মার্টফোনের আসল চার্জার ব্যবহার করুন। সস্তা চার্জার ব্যবহারের কারণেও স্মার্টফোন গরম হতে পারে।