স্মার্টফোনে প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষর করবেন যেভাবে

স্মার্টফোনে প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষর করবেন যেভাবে
দেশ ক্রমাগত আধুনিক হলেও ডিজিটাল ডকুমেন্টস সাবমিশন কিংবা প্রয়োজনীয় কাগজপত্রে সাইন করার সময়ে আমাদের অধিকাংশদেরই পড়তে হয় বিপত্তিতে৷ সাইন বা সাক্ষরের জন্য অনেকে আবার থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে থাকেন। যা অনেক ক্ষেত্রেই হয় অকেজো। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক ডিজিটাল সাইন করার উপায় প্রথমেই আপনার স্মার্টফোনে থাকা অ্যাডবি অ্যাক্রোব্যাট রিডার অ্যাপে সাইন ইন করুন। এরপর প্রয়োজনীয় কাগজপত্রের পিডিএফ ওপেন করে ফাইল আইকনে ট্যাপ করুন।এরপর যেখানে সাক্ষর লাগবে সেই জায়গাটি সিলেক্ট করুন। এডিট অপশনে ক্লিক করে ফাইল এন্ড সাইন অপশনে ক্লিক করুন।পরে সিগনেচার ক্রিয়েট করে সাইন হেয়ার বক্স আসলে সেখানে সাইন করে নিন। সাক্ষর প্রদান শেষে চেক মার্ক আইকনে ক্লিক করে কাজ শেষ করুন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow