সুন্দরী স্ত্রী থাকতেও কেন অন্যের প্রেমে মজেন পুরুষরা!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            সাম্প্রতিক সময়ে বিবাহ বিচ্ছেদ উদ্বেগজনক হারে বেড়েছে৷ কলকাতার এক বিবাহিত দম্পতি বিয়ের বছর খানেকের ভিতরেই বিচ্ছেদ হয়ে যায়৷ সুন্দরী স্ত্রী থাকতেও কেন ওই স্বামী বিচ্ছেদ দিলেন? এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসতে পারে...আবার কারণ হিসেবেও জানা গেছে পরনারীতে আসক্ত ওই পুরুষ!
লাস্যময়ী পপ তারকা শিল্পী শাকিরার বিবাহ বিচ্ছেদও একই কারণেই হয়েছে। অর্থাৎ সেই পরনারী আসক্তি। যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে চালানো হয় এক গবেষণা৷ গবেষণায় পুরুষের এই আচরণের প্রকৃত কারণ জানা না গেলেও পুরুষের নতুন নারীর প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা বেশি৷ এছাড়া পুরুষের জিনে একাধিক ব্যক্তির প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা বেশি রয়েছে দ্য ইলিউশন অব ডিজায়ার এ এক রিসার্চে জানা যায়৷ যৌন চাহিদা, উত্তেজনাও জিন নির্ভর একটি বিষয়৷