সপ্তাহে ক'বার যৌনতা জরুরি জানেন?
যৌনতা বা যৌন সম্পর্ক নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কিন্তু সামাজিক কারণে এবং ব্যক্তিগত সঙ্কোচের কারণে মানুষ অনেক কিছু সম্পর্কে প্রশ্ন করতে পারে না। তবে সুস্থতার সাথে বাচঁতে হলে যৌন সম্পর্কের প্রয়োজনীয়তা অপরীসিম।
অনেক বিবাহিত দম্পতি কিংবা লিভ ইন টুগেদার জুটি যৌনতা নিয়ে খোলামেলা জানতে চান। সুস্থভাবে বেচে থাকতে সপ্তাহে কিংবা মাসে কতোবার যৌনতার প্রয়োজন আছে তা জানতে চান তারা।
এ নিয়ে বিভিন্ন সময়ে চালানো হয়েছে পরীক্ষা-নিরীক্ষা। সমীক্ষায় দেখা গেছে সপ্তাহে একবার যৌন সম্পর্কই সুস্থতা ও ঠিক ঠাক বলে ইঙ্গিত দেয়। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অর্থাৎ ২০ বছর কিংবা তার অধিকদের জন্য বছরে ৮০ বার এবং ৩০ বছর কিংবা উর্ধ্বে বয়স্কদের ৫৪ বার এবং ৫০ বা তার অধিক বয়স্কদের বছরে ২০ বার যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।