সঞ্চচালককে চড়-থাপ্পড় মেরে আগমন, মঞ্চে উঠে নিজেই কাঁদলেন উইল স্মিথ (ভিডিওসহ)!
                                                
                                                    
                                                                             
                                                                                                     
                        
                                        
                            
                        
        
                        
                            যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সম্প্রতি অনুষ্ঠিত হয় একাডেমি এওয়্যার্ডের ৯৪ তম আসর। চলতি এই আসরে কিং রিচার্ড ছবিতে রিচার্ড উইলিয়ামস চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরষ্কার অর্জন করে নেন উইল স্মিথ। এদিকে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিখ্যাত কমেডিয়ান ক্রিস রক। 
অনুষ্ঠানটি আরও বেশি মজাদার করে তুলতে নানা রকম হাসি ঠাট্টায় মেতে উঠতে থাকেন ক্রিস রক। এক পর্যায়ে উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে ইঙ্গিত করে বলেন, .আমি জি আই জেন এর সিকুয়্যালের অপেক্ষায় রয়েছি। 
মূলত এতেই প্রচন্ড রেগে যান স্মিথ এবং কষে চড় দেন ক্রিস রককে। এরপর সেরা অভিনেতার পুরষ্কার নিতে গিয়ে কেঁদে ফেলেন অভিনেতা এবং কাঁদতে কাঁদতে বলতে থাকেন (কিং রিচার্ড) এই ছবিতে  যেভাবে সেরিনার বাবা তার পরিবারকে আগলে রেখেছেন তা প্রতিটি মানুষের করা উচিত। প্রিয় মানুষকে ভালোবাসায় বিষাস করেন উইল স্মিথ। যা দিয়ে মূলত নিজের স্ত্রীকেই বারবার ইঙ্গিত করছিলেন তিনি। পরবর্তীতে অবশ্য সঞ্চালকের নিকট নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। 
ভিডিও লিঙ্কঃ https://twitter.com/marcmalkin/status/1508350283054608384