রোজাদার অবস্থায় যেভাবে টিকা নিবেন
চলে এসেছে মাহে রমজান। মাসব্যাপী এই সময় রোজা রেখে টিকা দেয়া যাবে কিনা কিংবা এ বিষয়ে ইসলাম কী বলে এই নিয়ে যেন আমাদের জানার শেষ নেই।
ইনজেকশন নেয়া হয় মুলত তিনটি কারণে। এক চিকিৎসার জন্য (কারো শারীরিক ব্যাথার উপশমে যে ইনজেকশন নেয়া হয়), দুই শক্তি বৃদ্ধির জন্য (ভিটামিনের অভাব রোধে যে ইনজেকশন নেয়া হয়) , এবং তিন খাদ্যের বিকল্প হিসেবে (গ্লুকোজ বা স্যালাইন ইনজেকশনের মাধ্যমে শরীরে পুশ করা হয়)।
আলেম-মুফতিদের মতামত অনুযায়ী, যদি টিকা বা ইনজেকশন মাংশপেশিতে নেয়া হয় এবং শুধুমাত্র চিকিৎসা বা রোগ -বালাইয়ের জন্য নেয়া হয় তাহলে এর কারণে রোজা ভঙ্গ হবে না। তবে ইনজেকশন নেয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। কেননা, ইনজেকশন পুশের সময় রক্তপ্রবাহের চাপ থাকলে রক্ত গড়িয়ে পড়তে পারে। যা রোজা ভঙ্গের কারণ হিসেবে বিবেচ্য। তবে শক্তি বৃদ্ধি কিংবা খাদ্যের বিকল্প হিসেবে কোন ইনজেকশন শরীরে পুশ করা যাবে না।