মোদীর বিরুদ্ধে কথা না বললে অমিতাভ-অক্ষয়ের শুটিং বন্ধ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা না বললে অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারের শুটিং বন্ধ করার হুমকি দিয়েছেন মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান নানাভাউ পটোলে। ভারতে সম্প্রতি পেট্রোলের দাম বৃদ্ধির ফলে ক্ষুব্ধ বিরোধী দলগুলো।
ভারতে মত প্রকাশ এবং নিজস্ব মতামত প্রদানের অধিকার সবার আছে এই বিষয়ে একমত ভারতীয় তারকারা। তবে জোর করে এভাবে মতামত প্রদান রীতিমত প্রশ্নবিদ্ধ করছে ব্যক্তিগত বাগস্বাধীনতাকে। এর আগে শ্রী দেবীর কন্যা জাহ্নবী কাপুরের শুটিংয়ে গিয়ে জোর করে কৃষক বিক্ষোভ সমর্থন করতে জাহ্নবী কাপুরকে বাধ্য করে আন্দোলনকারীরা। বাধ্য হয়েই টুইটের মাধ্যমে সে সময় কৃষক বিক্ষোভ সমর্থন করেছিলেন জাহ্নবী। কঙ্গনার শুটিংয়ে গিয়েও একই ভাবে জোর করে মতামত প্রদান করতে বাধ্য করা হয়। কিন্তু কঙ্গনা সেসময় শুটিং স্পট ত্যাগ করেন।
এবার সেই হুমকি এসে পড়লো অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারের। মোদীর বিরুদ্ধে কথা না বললে ভারতে তাদের শুটিং বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন কংগ্রেস প্রধান নানাভাউ পটোলে। অক্ষয় কুমারের বেশ কিছু কর্ম তাকে কেন্দ্রীয় সরকারের সমর্থক বলে পরিচিতি দেয়।
যদিও এসব নিয়ে এখন পর্যন্ত কোন রকম প্রতিক্রিয়া দেখান নি দুই তারকা।