'মাফিয়া মাম্মা: এত ফানি ওয়েতে কোন সিনেমাতে আগে দেখি নি'

সিনেমার নামের ফন্ট দেখেই বুঝছেন, 'গডফাদার' আছে কোথাও না কোথাও। তবে এত ফানি ওয়েতে কোন সিনেমাতে আগে দেখি নি

'মাফিয়া মাম্মা: এত ফানি ওয়েতে কোন সিনেমাতে আগে দেখি নি'

সিনেমার নামের ফন্ট দেখেই বুঝছেন, 'গডফাদার' আছে কোথাও না কোথাও। তবে এত ফানি ওয়েতে কোন সিনেমাতে আগে দেখি নি'। মাফিয়া মাম্মা'র সবচেয়ে বড় ব্যাপার এই বয়সেও টনি কোলেট আর অলটাইম ক্রাশ মনিকা বেলুচ্চির দারুন একশন গেশ্চার! যদিও টনি এখানে প্রোটাগনিস্ট তবুও মনিকা যতক্ষণ স্ক্রিনে ছিল আগের মতই ভাল লাগছে। আর নারীশক্তিকে পর্দায় ক্যাথরিন হার্ডউইকের মত কেউ এত স্ট্রংলি আনতে পারছে বলে মনে হয় না।

সিনেমার গল্প খুব কানেক্টিভ। ক্রিস্টিন খুব সাধাসিধা একজন মা, ছেলে কলেজে যাবে দেখে কান্নাকাটি করে অস্থির হয়ে যায় এমন। হুট করে ফোন পায় বিয়াঙ্কা নামের এক ইতালিয়ানের, যে ক্রিস্টিনকে তার নানার দাফন অনুষ্ঠানে যেতে বলে। ক্রিস্টিন স্বামীর ওপর রাগ করে অনেকটা ঘুরতে যাবার মত চলেও যায়। সে ভাবতেও পারে না কিভাবে এক মাফিয়া চক্রের বস হতে যাচ্ছে সে।

অভিনয় আর কমেডি পার্ট খুব ভাল। একশন আর স্ক্রিনপ্লেতে আরেকটু জোর দেয়া যেত। তেমন একটা টুইস্ট নেই তবে ডায়লগের পরতে পরতে মজা। ভায়োলেন্স এত কমিক প্রেজেন্টেশন করেছে, ভেরি ফানি। তবে ক্লাইম্যাক্স খুব হতাশাজনক।

Rating 6.5/10

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow