- খবরের শিরোনাম পরে হয়তো অবাকই হচ্ছেন। তবে এটা কিন্তু একবিন্দুও মিথ্যে নয়। বরং সত্যিকার অর্থেই কানের দুল থেকে কমতে পারে মাথা ব্যাথা।
বিশেষ করে যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য দারুণ কার্যকর হতে পারে এই টোটকা। মেয়েদের পাশাপাশি এখন অনেক যুবা পুরুষকেও ইয়ার পিয়ার্সিং করিয়ে থাকেন। এই অভ্যাসই কমিয়ে ফেলবে আপনার মাথা ব্যাথা। এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে যেকোনো জায়গায় পিয়ার্সিং করলেই হবে না। বরং মানুষের কানের তিনটি অংশের বহিঃকর্ণ অংশে করাতে হবে পিয়ার্সিং। তবেই কেবল মিলবে সমাধান। এই পদ্ধতিকে বলা হয় ডার্থ পিয়ার্সিং।