বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে যে প্রশ্ন অবশ্যই করবেন
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            মানবজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিয়ে। আর এই বিয়ের ক্ষেত্রে পাত্র-পাত্রী নির্বাচনও সমভাবে গুরুত্বপূর্ণ। তাই বিয়ের আগেই জীবনসঙ্গীর ভালো-মন্দ জেনে নেয়া উচিত। বিয়ের আগেই যেসব প্রশ্ন জীবনসঙ্গীকে প্রশ্ন করবেনই-
১৷ বিয়ের আগেই জীবনসঙ্গীর অর্থনৈতিক দিক জেনে নিন। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমঝোতার ক্ষেত্রে দুজনেরই অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জেনে নেয়া জরুরি। খারাপ পরিস্থিতিতে সঙ্গিনী কিভাবে সব সামলাবে তাও জানা জরুরি। 
২। বিয়ের আগেই সবকিছু খোলামেলা আলোচনা করুন। যেমন সন্তান শুরুতেই নিবেন কিনা কিংবা সন্তান জন্মদানে অক্ষম হলে আপনার সঙ্গিনী সেটা মেনে নিতে কতটুকু প্রস্তুত! যৌন জীবন নিয়েও খোলামেলা আলোচনা করুন। 
৩. জীবনসঙ্গীর মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলুন। সঙ্গীর নিরাপত্তাহীনতা কিংবা মানসিক অবসাদে আপনার অবস্থান কী হবে সেটা বিয়ের আগে আলোচনা করে নিলে দাম্পত্য কলহ কমে আসবে৷