বিবাহিত জীবনে আপনি সুখী নন বুঝবেন কিভাবে?
বিবাহিত জীবনে স্বামী-স্ত্রীর খুনসুটি যেমন রয়েছে, তেমনি রয়েছে টানাপোড়নও। তবে কিছু কিছু টানাপোড়ন এমন এক অবস্থায় চলে যায় যেখানে প্রবেশ করে হিংসা, সন্দেহ এবং ক্ষোভ। যার ফলশ্রুতিতে সংসারে অশান্তি নেমে আসে।
বিচ্ছেদ এড়াতে কিংবা সমাজের মানুষের কথা ভেবে অনেকেই সব মেনে নিলেও মনে মনে ঠিকই পুষে রাখেন রাগ, ক্ষোভ এবং একে অপরের প্রতি নিজেদের অভিযোগগুলো। সাংসারিক জীবনের মাঝামাঝি কিংবা শেষ পর্যায়ে এসে মনে হয় আমি হয়তো বিবাহিত জীবনে সুখী নই। কিংবা আসলেই কী আপনি অসুখী? সেটা বুঝতে নিচের কয়েকটি বিষয় মিলিয়ে নিন।
১. তুলনাঃ আপনি কি আপনার জীবন সঙ্গীর সাথে অন্য কারো তুলনা করেন? কিংবা সে কি করে? এটা অত্যন্ত খারাপ। কেননা, প্রতিটি মানুষই এই পৃথিবীতে আলাদা। সবার রয়েছে আলাদা গুন ও বৈশিষ্ট্য।
২. সময় কাটানোঃ দুজনের কারো যদি একে অপরের সাথে সময় কাঁটাতে অস্বস্তি বোধ করেন, তাহলে বুঝতে হবে আপনাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করেছে। কিংবা আপনারা সুখী নন।
৩. ভাগাভাগিঃ ভালো কিংবা মন্দ। সবকিছুই ভাগাভাগি করাটাই উত্তম। তবে ভালো খবরে আপনার সঙ্গী যদি খুশি না হোন, কিংবা খারাপ খবরে আপনাকে সাপোর্ট না করেন তাহলে বুঝতে হবে কোথাও একটা সমস্যা রয়েছে।
৪. যৌনতাঃ যৌনতা ছাড়া কোন সম্পর্ক টিকে থাকতে পারে না। তাই সঙ্গীর সাথে যদি কোন সমস্যা থেকে থাকে, সেটা খুব দ্রুত শুধরে নিন।