বাবা সামওয়ান'স ফলোয়িং  মি -গল্পটি শুধু বর্ণবাদ নয়!"

নির্মাতা শিহাব শাহীনের এই ওয়েব ফিল্মটি নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে উচ্চাশা তৈরি হয়েছিল আমার মনে হয় দুটি কারণে।

বাবা সামওয়ান'স ফলোয়িং  মি -গল্পটি শুধু বর্ণবাদ নয়!"

নির্মাতা শিহাব শাহীনের এই ওয়েব ফিল্মটি নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে উচ্চাশা তৈরি হয়েছিল আমার মনে হয় দুটি কারণে। এক, বর্ণবাদ এই ওয়েব ফিল্মটির গল্পের প্রেক্ষাপট এবং দুই, শহীদুজ্জামান সেলিম ও তাসনিয়া ফারিণের অভিনয়ের মুগ্ধতা আরও একবার দেখার। ওয়েব ফিল্মটি বিঞ্জ প্ল্যাটফর্মে পুরো দেখার পর উভয় আকাঙ্ক্ষা ই পূরণ হয়েছে অবশ্যই বলা যায়। 

মুক্তির আগেই শিহাব শাহীন ঘোষণা দিয়েছিলেন গল্পটি নিজ ও নিজের মেয়ের জীবনের সাথে ঘটে যাওয়াকে কেন্দ্র করে গঠিত। গল্পটির শুরুটাও ঠিক সেভাবেই হয়েছে৷ অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়া মেয়ে এবং দেশে থাকা বাবার সাদামাটা কথোপকথনের মাঝে হঠাৎ মেয়ে বলে ওঠে, "বাবা প্লিজ কলটা ধরে রাখ, কাটবে না, সামওয়ান ইজ ফলোয়িং মি"! সাসপেন্স ও উৎকন্ঠা নিয়ে গল্প এগুতে থাকে বেশ দারুণভাবে। 

একবার ভাবুন তো! আপনার সন্তান বিদেশ বিভুইয়ে এমন কোন ফলোয়িং এর মুখে পড়েছেন। দেশে থেকে আপনি কিছু করতে হয়তো পারবেন না, কিন্তু আপনি তো বাবা, আপনি অভিভাবক! শহীদুজ্জামান সেলিম বাবা চরিত্রটি এতোটাই জীবন্ত করে তুলেছেন গল্পে, আপনি এই বাবা চরিত্রে নিজেকেই খুঁজে পাবেন নিশ্চিত। 

প্রথমেই যা বলছিলাম গল্পটা শুধু বর্ণবাদ বা রেসিজম এর নয়, গল্পটি সম্পর্কের, গল্পটি আবেগের আবার গল্পটা বলতে পারেন ক্রিয়া-প্রতিক্রিয়ারও৷ অন্তত শেষটা দেখে আমার এমনই মনে হয়েছে। ওয়েব ফিল্মটি দৈর্ঘ্য খুব বেশি না হওয়ায় এক বসাতেই দেখে নিতে পারেন বিঞ্জ প্ল্যাটফর্মে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow