ফেসবুক মার্কেটিং কি ও এর সুবিধা
ফেসবুক মার্কেটিং
ফেসবুক মার্কেটিং টার্মটি বোঝার আগে আমরা মার্কেটিং শব্দটি বুঝি। মার্কেটিং মানে আপনার ব্যবসা বা ব্র্যান্ড সম্পর্কে লোকেদের জানানো, এবং যখন আমরা আমাদের ব্যবসা সম্পর্কে মানুষকে জানাতে Facebook ব্যবহার করি তখন একে Facebook মার্কেটিং বলা হচ্ছে। আমরা এভাবে ফেসবুক মার্কেটিংকে সংজ্ঞায়িত করা যেতে পারে।
একটি বিজনেস যখন তার পণ্য বা সার্ভিস জন্য সম্ভাব্য কাস্টমারদের পেতে Facebook ইউজ করে, তখন তাকে Facebook মার্কেটিং বলা হয়ে থাকে।
- Facebook-এ মার্কেটিং এর মাধ্যমে, আপনি সহজেই নির্দিষ্ট অডিয়েন্স এর কাছে পৌঁছাতে পারেন এবং তাদের আপনার পণ্য এবং সার্ভিস সম্পর্কে বলতে পারেন। Facebook-এ, আপনি আপনার ব্যবসার জন্য দেশি এবং বিদেশি উভয় ক্লায়েন্ট খুঁজতে পারবেন।
- আপনি Facebook এর মাধ্যমে আপনার যেকোন মার্কেট রিলেটেড উদ্দেশ্য পূরণ করতে পারেন যেমন সেল বাড়ানো, লিড জেনারেট করা, আপনার ব্যবসা সম্পর্কে আরও লোককে বলা, Facebook-এ ফলোয়ার বাড়ানো ইত্যাদি বিষউ গুলো আসে।
- আপনার যদি একটি প্রোডাক্ট থাকে বা আপনি একজন সার্ভিস সাপ্লায়ার হন তবে আপনি ফেসবুক মার্কেটিংকে কোনোভাবেই উপেক্ষা করতে পারবেন না। আপনি ফেসবুক মার্কেটিং থেকে খুব ভাল ফলাফল পাবেন।
ফেসবুক মার্কেটিং এর সুবিধা:
- এতক্ষন পর্যন্ত আর্টিকেলটি পড়ার পর আপনি নিশ্চয়ই বুঝতেছেন ফেসবুক মার্কেটিং খুব ভালো করে, এবার আসুন জেনে নিই ফেসবুক মার্কেটিং এর কিছু বেনিফিট সম্পর্কে। নিচে ফেসবুক মার্কেটিং এর কিছু প্রধান সুবিধা দেয়া হল-
- Facebook হল সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যার গড়ে প্রায় 2.96 বিলিয়ন একটিভ গ্রাহক, তাই আপনি যদি Facebook-এ আপনার বিজনেস এডভার্টাইজিং করেন, আপনি কম সময়ে ভাল ফলাফল দেখতে পাবেন।
- ফেসবুকে আপনি হাজার হাজার এবং লক্ষ লক্ষ নির্দিষ্ট লোক পেয়ে যাবেন যারা আপনার ব্যবসায় আগ্রহী।
- ফেসবুকে মার্কেটিং করার জন্য অনেক সুবিধা পাওয়া যায় যেমন পেজ, গ্রুপ, অ্যাডস, মার্কেটপ্লেস।
- Facebook বিজ্ঞাপনগুলিতে, আপনি বিস্তারিত টার্গেটিং অপশন পাবেন । যাতে আপনি আপনার বিজ্ঞাপন কেবলমাত্র সেই লোকেদের দেখাতে পারেন যারা আপনার পণ্য কেনার সামর্থ্য রাখে।
অন্যান্য প্ল্যাটফর্ম এর তুলনায় Facebook-এ বিজ্ঞাপন চালানো সস্তা এবং কার্যকর।
ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে, আপনি আপনার যে কোন মার্কেটিং উদ্দেশ্য পূরণ করতে পারেন।
What's Your Reaction?