ফের বিয়ের পিড়িতে মাহফুজুর রহমানের স্ত্রী ইভা রহমান!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সাবেক স্ত্রী ইভা রহমান আবারও বসেছেন বিয়ের পিড়িতে। বিয়ের তথ্য নিশ্চিত করেছেন ইভা রহমান নিজেই।
বেশ কিছুদিন আগেই ডিভোর্স সম্পন্ন হয়েছে মাহফুজুর রহমান ও ইভা রহমানের। আবার নতুন করে বিয়ের তথ্য নিশ্চিত করে ইভা রহমান বলেছেন গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের একটি বাসায় দুই পরিবারের নিকট সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইভা রহমানের নতুন বরের নাম সোহেল আরমান। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
ইভা রহমান বলেন, সবার দোয়া চাই। যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকতে পারি।