ফেইসবুক-টুইটার নিয়ন্ত্রণে আসছে সরকারের নতুন আইন!
ফেইসবুক-টুইটারসহ সব ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্লাটফর্মে মিথ্যা ও বানোয়াট তথ্য ও অপপ্রচার নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে সরকার। আর সেই কারণেই নতুন একটি আইন করা হচ্ছে।
নতুন এই আইন পাস হলে সব ধরণের ডিজিটাল প্লাটফর্মে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, অনলাইন প্লাটফর্মগুলো যেন বাংলাদেশে অফিস স্থাপন করে সেজন্য সরকারের পক্ষ থেকে বাধ্য করা হবে। একই সঙ্গে এই আইনের আওতায় ব্যবস্থা নিতে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারকারীদের তালিকা তৈরি করা হচ্ছে। এমন জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ হাসান পলক।
জুনায়েদ পলক আরও জানান, সিঙ্গাপুর, তুরস্ক, অস্ট্রেলিয়া, ফ্রান্সের মত উন্নত দেশে বর্তমানে এই আইন রয়েছে।