Telegram-এ চ্যাটিং হবে আরো মজাদার, এসেছে এই সমস্ত নতুন ফিচার!

Telegram-এ চ্যাটিং হবে আরো মজাদার, এসেছে এই সমস্ত নতুন ফিচার!

বিগত কয়েক দিনে একাধিক নতুন ফিচার চালু করে, বারবার প্রযুক্তিগত খবরের শিরোনামে উঠে এসেছে WhatsApp। তবে এবার এই সংস্থাটিকে টেক্কা দিতে এবং চ্যাটিংয়ের অভিজ্ঞতা উন্নত করার উদ্দেশ্যে, আরেক জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম Telegram তার গ্রুপগুলিতে নতুন ফিচার ‘টপিকস্’ (topics) চালু করেছে। একইসাথে প্ল্যাটফর্মটিতে রিলিজ হয়েছে কালেক্টিভ ইউজারনেম ফিচারও। তদুপরি Telegram Premium-এ সাবস্ক্রাইব করা ইউজাররা নতুন ইমোজি প্যাক এবং ভিডিও মেসেজে ভয়েস-টু-টেক্সট অপশন ব্যবহার করতে পারবেন বলে জানা গিয়েছে।

এই কাজে লাগবে Telegram-এর নতুন ‘টপিকস্’ ফিচার
সম্প্রতি নয়া ‘টপিকস্’ ফিচার চালু করার বিষয়ে টেলিগ্রামের সিইও এবং প্রতিষ্ঠাতা পাভেল দুরভ উত্তেজনা প্রকাশ করে বলেছেন যে, এই ফিচার, ২০০ জনের বেশি মেম্বারযুক্ত গ্রুপগুলিতে যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে দেবে। এতে গ্রুপের মেম্বারদের অনলাইন কথোপকথন আরো মজাদার হয়ে উঠবে। কারণ টেলিগ্রাম ব্যবহারকারীরা যেকোনো একটি বিষয়ের জন্য আলাদা পরিস্থিতি তৈরি করতে এবং পোল তৈরি, মেসেজ পিন করা ইত্যাদি কাজ করতে পারবেন।

অন্যদিকে ইউজাররা তাদের অ্যাকাউন্ট এবং সর্বজনীনভাবে অ্যাক্সেসযোগ্য চ্যানেলের জন্য একাধিক (পড়ুন আলাদা আলাদা) ‘কালেক্টেবল্ ইউজারনেম’ সেট করতে পারবেন, যাতে তাদের টেলিগ্রামে খুঁজে পাওয়া সহজ হয়ে যাবে। উল্লেখ্য, এই নতুন ফিচারদুটি আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মের ইউজাররাই ব্যবহার।য করতে পারবেন।

Telegram-এর Premium সাবস্ক্রিপশন নিলে মিলবে এই দুটি ফিচার

যেমনটা শুরুতেই বলেছি, টেলিগ্রাম তার প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য ভয়েস-টু-টেক্সট ফিচার চালু করেছে, যা ভিডিও মেসেজ করার সময় ব্যবহার করা যাবে। এছাড়া এই ইউজাররা পামকিন (pumpkin) এবং ঘোস্ট (ghost) ইমোজিসহ ১২টি নতুন ইমোজি প্যাক অ্যাক্সেস করতে পারবেন বলে জানা গিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow