প্রফেশনাল ভয়েস তৈরি করুন ইউটিউব ভিডিওর জন্যে
ইউটিউব সহ অন্যান্য প্লাটফর্ম এ ডকুমেন্টারি বা বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতে প্রায়শই প্রয়োজন হয় প্রফেশনাল মানের ভয়েসওভার এর।
অনলাইন ডকুমেন্টরি বা প্র্যাজেন্টেশন তৈরি করতে প্রয়োজন হয় একটি ভালো অডিও ব্যাকআপ এর। অনেকেই পেইজ খুলে বিভিন্ন মজার ভিডিও আপলোড করেন। তবে এসবে মাঝেমাঝে যারা ইংরেজি ইউজ করেন তারা হয়তো নিজেদের কন্ঠ দিয়ে সেটি কাভার করে ফেলেন। এক্ষেত্রে ব্যাপারটি যা হয় তা হলো আমাদের ইংরেজি প্রোনান্সিয়েশন ভালোভাবে হয়না, কখনো বানান ভুল থাকে কখনোবা শুনতে শ্রুতিমধুর হয়ে ওঠে না।
আবার কারো যদি গল্প কিংবা ভূতাত্ত্বিক বিষয় নিয়ে কোন ডকুমেন্ট, প্রেজেন্টেশন, স্লাইড নিয়ে প্রেজেন্ট করতে হয় তখন বিভিন্ন Quote আকারে উল্লেখ করতে হয়। এসব Quote কে চাইলে ভালো ভাবে ভয়েস ওভার দেওয়া যায়।যারা ভিডিও এডিট এর কাজ করেন ফ্রিল্যান্স পার্ট টাইম ভিডিও এডিটর হতে চায় তাদেরকেও প্রয়োজন হয় একটি ভালো মানের ভয়েস ওভার ব্যবহার এর। যারা ইন্টারন্যাশনাল এর বিভিন্ন মার্কেট প্লেস থেকে ভিডিও এডিট এর কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তাদের জন্য এটি একটি মাস্ট জিনিস। এ বিষয়টির কথা চিন্তা করেই আজকের এই পোস্ট।
প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করে নিতে হবে
সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এক্ষেত্রে গুগল একাউন্ট দিয়ে সাইন ইন করলে বেশ দ্রুতভাবে করা যায়। আমি আমার গুগল একাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়েছি।
তারপর Task এর এখানে থেকে Text to speech সিলেক্ট করে নিতে হবে।
Setting এর পর প্রথম যা আসে তা হচ্ছে পার্সন সিলেক্ট করার মতোন। এখানে আপনি কোন ধরনের উচ্চারনণ শুনতে চান সেটর অপশন দেয়া আছে। British Accent, American accent,Swedish Accent ইত্যাদি এর সুবিধা সহ আছে Male,Female এর অপশনও।
পরের অপশন এ যেটি আসে তা হচ্ছে ভয়েস setting। এখানে আপনারা সাজিয়েগুছিয়ে করতে পারবেন নিজেদের চাহিদা মোতাবেক ভয়েসে expression মূলত এখান থেকে সাজানো যায়। আপনারা একটি শান্ত ভয়েস শুনতে চাচ্ছেন না উদ্বেগ এর প্রকাশ ঘটবে এ ধরণ এর আউটপুট চাচ্ছেন সেটি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন।
এর পরে রয়েছে Ai model সিলেক্ট করবার সুবিধা। আপনারা By default করে রাখতে পারবেন অথবা যদি সাজেশন দেখায় সেটিও সিলেক্ট করে নিতে পারবেন।
এবার আপনার prompt টাইপ করার পালা। অর্থাৎ আপনি কোন text গুলো কে কণ্ঠ দিয়ে রূপান্তর করতে চান সেটি টাইপ করে দিবেন এই বক্সে। টিপস: যদি অনেক বেশী প্রফেশনালি ভয়েসওভার চান তাহলে একটা একটা করে আলাদা করে sentence টাইপ করে এডিট করে নিতে পারেন। এরপর আপনারদের কে জেনারেটে ক্লিক দিতে হবে আর তা করলেই সেটি জেনারেট হয়ে যাবে।পাশেই পাবেন ডাউনলোড করার অপশনও।
আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি, কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন।
What's Your Reaction?