নিজের মালিককে হত্যার দায়ে থানায় মোরগ!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            নিজের মালিককে হত্যার দায়ে মোরগকে থানায় নেয়া হয়েছে। ভারতের তেলেঙ্গা রাজ্যের করিমনগর জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে।
নিষিদ্ধ খেলা মোরগ লড়াই জানা সত্ত্বেও স্থানীয় কয়েকজন মিলে আয়োজন করে এই মোরগ লড়াইয়ের খেলা। কিন্তু আয়োজকদের এই মোরগের একটির পায়ে ধারালো চাক্কু ছিল। ছুরিটির দৈর্ঘ্য ছিল ৩ ইঞ্চি। মোরগটি পালিয়ে যাওয়ার সময় তাকে ধরতে গেলে মোরগটির পায়ে থাকা চাক্কুর আঘাতেই আহত হন এর মালিক। পরবর্তীতে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। মোট ১৬ জন আয়োজকের মধ্যে বাকি ১৫ জনকে পুলিশ খুঁজছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে হত্যা, বেআইনি বাজি এবং মোরগ লড়াই আয়োজনের দায়ে অভিযোগ করা হবে।
জানা গেছে মোরগটিকে প্রথমাবস্থায় থানায় নেয়া হলেও পরবর্তীতে তাকে নিকটস্থ একটি পোল্ট্রি ফার্মে পাঠিয়ে দেয়া হয়।