ভারতের মৈত্রী কনসার্টে ঢাকার দুই ব্যান্ড!

ভারতের মৈত্রী কনসার্টে ঢাকার দুই ব্যান্ড!

বাংলাদেশ ও ভারতের রক ব্যান্ড নিয়ে কলকাতায় আয়োজিত মৈত্রী কনসার্টে গান পরিবেশন করবে ঢাকার দুই ব্যান্ড মেকানিক্স ও আফটারম্যাথ। ১২ নভেম্বর কলকাতার দমদম রবীন্দ্র ভবনে এই কনসার্টের চতুর্থ আসর বসছে। এতে ঢাকার দুই ব্যান্ডের সঙ্গে ভারতের ‘পৃথিবী’, ‘আত্মহত্যা’, ‘ডেথলোর’, ‘রেডিওনিউক্লাইড’, ‘দ্য ভ্যাগাবন্ডস’ ও ‘ফেসব্রোক’ ব্যান্ড অংশ নেবে।মেকানিক্সের ব্যবস্থাপক মিথুন আহসান প্রথম আলোকে জানান, ১২ নভেম্বর সকালে তাঁরা কলকাতায় পৌঁছাবেন, কনসার্ট শেষে ১৬ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁদের। গানের পাশাপাশি কলকাতার তরুণ শিল্পীদের নিয়ে কয়েকটি সেশনেও অংশ নেবেন মেকানিক্সের সদস্যরা।এই কনসার্টের অন্যতম আয়োজক বিপাশ সরকার ভারতীয় সাময়িকী ‘আনন্দলোক’কে বলেছেন, ‘কলকাতাতে বড় কনসার্টগুলোতে জুনিয়র ব্যান্ডরা তেমন সুযোগ পায় না। তাই আমি চেষ্টা করছি, দুই বাংলার কিছু সিনিয়র ব্যান্ড রেখে কিছু নতুন ব্যান্ডকে একটা ভালো স্টেজ পারফরম্যান্স করাতে, যাতে তাদের পথচলা একটু সুবিধা হয় এবং নতুন গান মানুষের কাছে পৌঁছাতে পারে।’

এ কনসার্টের আয়োজনে আইয়ুব বাচ্চু ও রাফাসহ বেশ কয়েকজন বাংলাদেশি ব্যান্ড তারকার কাছ থেকে পরামর্শ নেওয়ার কথা বলেছেন বিপাশ। এর আগের আসরে বাংলাদেশ থেকে আর্টসেল, আর্বোভাইরাস ও পাওয়ার সার্জ গান পরিবেশন করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow