নতুন সিস্টেম নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
বহুল পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ মূলত ব্যবহৃত হয় ব্যক্তিগত তথ্য আদান-প্রদানে। তবে এই সুবিধা বর্তমানে শুধু স্মার্টফোনের জন্য হলেও কম্পিউটার কিংবা অন্য ইলেক্ট্রনিক ডিভাইসেও ব্যবহারের সুবিধা আনতে পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ।
কেননা, বর্তমানে কম্পিউটার কিংবা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা থাকলেও তার জন্য প্রয়োজন হয় স্মার্টফোনের অনুমতি। হোয়াটসঅ্যাপের নতুন সিস্টেমে ব্যবহারকারীর স্মার্টফোনের চার্জ ফুরিয়ে গেলেও বার্তার আদান প্রদান বন্ধ হবে না।
ফেইসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, একই সঙ্গে সর্বোচ্চ চারটি ডিভাইসে ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন নীতি অনুসরণ করায় ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার কোন সুযোগ নেই। নতুন সিস্টেমেও এই সুবিধা থাকবে বলে জানা গেছে।