নতুন চুল গজাতে ব্যবহার করুন পিয়াজের তেল (রেসিপিসহ)
পেয়াজের তেল চুলের গোঁড়া শক্ত করে এবং চুল পড়া বন্ধ করে। একই সাথে পিয়াজের তেল নতুন চুল গজাতেও সাহায্য করে।
পেয়াজের তেল চুলে শ্যাম্পু করার অন্তত দুই ঘণ্টা আগে মাথার তালুতে ব্যবহার করতে হবে। তবে মাথায় পানি ছোঁয়াবেন না। দুই ঘণ্টা রাখার পর মাথা শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন। এই তেল নিয়মিত ব্যবহারে চুলের রুক্ষতা দূর হবে ও নতুন চুল গজাবে। এবার আপনাদের জন্য পিয়াজের তেল তৈরির রেসিপি দেয়া হলোঃ
এক কাপ নারিকেল তেল ও আধা কাপ পিয়াজের রস নিন। একটি কড়াই বা পাত্রে নারিকেল তেল ও পিয়াজের রস মিশিয়ে কমপক্ষে ১৫ মিনিট জ্বাল দিন। এরপর নামিয়ে ঠাণ্ডা হওয়ার পর বোতলে সংরক্ষণ করুন। ছয় মাস পর্যন্ত এই তেল রেখে ব্যবহার করা যাবে।