আলিয়াকে চুম্বন বোরিংঃ সিদ্ধার্থ!
আবারও রনবীর প্রেমিকা আলিয়াকে এক হাত নিলেন সিদ্ধার্থ মালহোত্রা। তবে এক্ষেত্রে রনবীর প্রেমিকা না বলে নিজের প্রাক্তন প্রেমিকা আলিয়াকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন সিদ্ধার্থ এমনটাই বলাই শ্রেয়।রনবীরের একাধিক প্রেমিকা কিংবা ক্রাশ থাকলেও পরবর্তীতে তা আর পরিণতি পায় নি। সেই সম্পর্কে থাকা অভিনেত্রীদের ফিগার নিয়ে এবার মন্তব্য করলেন সিদ্ধার্থ মালহোত্রা। যার প্রথম ছবিই করা হয়েছে রনবীরের বর্তমান প্রেমিকা আলিয়ার সঙ্গে। এরপর একাধিক নায়িকার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ। সম্প্রতি ঝড় তুলেছেন নায়িকার অন্তর্বাস লুক নিয়ে। যেখানে তিনি বলেছেন ক্যাটরিনাকে অন্তর্বাস পড়লে দারুণ লাগে এবং তার সেই ফিগার আছে বলেও জানান সিদ্ধার্থ। তবে এক্ষেত্রে ব্যতিক্রম আলিয়া। সিদ্ধার্থ এর মতে আলিয়ার অন্তর্বাস পড়া হট লুকের জন্য মানানসই ফিগার নই। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবিতে আলিয়ার সঙ্গে একাধিক চুম্বনের দৃশ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন আলিয়া। আলিয়ার সাথে চুম্বন একদম বোরিং লাগে সিদ্ধার্থ মালহোত্রা তেমনটাই বলেছেন।
What's Your Reaction?