ত্বক চকচকে রাখতে চিনি না খেয়ে শরীরে মাখুন!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            চিনি যত অল্প খাওয়া যায় ততই ভালো। কেননা, চিনিতে উপকারের তুলনায় ক্ষতির পরিমাণই বেশি। এদিকে ত্বক বিশেষজ্ঞরা বলছেন চিনি না খেয়ে শরীরে মাখুন, এতে আপনার ত্বক হবে চকচকে। চলুন জেনে নেয়া যাক, কিভাবে ত্বকের যত্নে চিনি দারুণ ঔষধ হিসেবে কাজ করে।
সব ধরণের ত্বকেই দারুণ স্ক্রাব হিসেবে কাজ করে চিনি। ত্বকের যত্নে চিনি কিভাবে ব্যবহার করবেন? অলিভ ওয়েলের সঙ্গে কয়েক চাচম চিনি ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন ঘড়ি ধরে ১৫ মিনিট। হালকা গরম জলে আলতো করে স্ক্রাব করে তুলে ফেলুন।
কারো ত্বকের চামড়া মরে গেলে উজ্জলতা কমিয়ে ত্বকে রুক্ষ ভাব এনে দেয়। তবে চিনির সাহায্যে আপনি খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারেন। এক চা চামচ গরম নারিকেল তেলের সাথে দুই চা চামচ চিনি মিশিয়ে মুখে স্ক্রাব করুন। হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। মরা চামড়া উঠে গিয়ে আপনার ত্বক হবে চকচকে ও উজ্জ্বল।